সোশ্যালসাইটে বিশেষ করে ফেসবুকে, অনেকেরই সাম্প্রতিক রাজনীতির বিষয় নিয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণে আপত্তি রয়েছে। আপত্তি থাকা না থাকা, একজন ব্যক্তির মৌলিক অধিকারের বিষয়। সেই বিষয় নিয়ে আপত্তি করার কোন জায়গা থাকে না। এবং আপত্তি থাকার এই সামাজিক প্রবণতা কয়েকজনের ভিতরে সীমাবদ্ধ থাকলে সেই বিষয়ে আলোচনাও অর্থহীন। কিন্তু সেই একই প্রবণতা যখন একটা গোটা সমাজের প্রকৃতি হয়ে উঠতে থাকে। তখন সেই বিষয়ে আলাপ আলোচনার আশু প্রয়োজন রয়েছে বই কি। গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় কে কোন দলের কোন প্রার্থীকে ভোট দেবেন, সেটি ব্যক্তি মানুষের একান্ত নিজস্ব একটি বিষয়। কিন্তু সমাজ রাজনীতির ঘূর্ণীতে সাধারণ মানুষ কিভাবে আবর্তিত হচ্ছে, এবং হতে বাধ্য হচ্ছে সেটি সর্বজনীন আলোচনার বিষয় হয়ে ওঠাই বাঞ্ছনীয়। কিন্তু সাধারণ মানুষ সেই আলোচনায় আগ্রহী নন আর ইদানিং। তার একাধিক কারণ বর্তমান। কিন্তু প্রধানত যে কারণগুলি মানুষকে মুখে কুলুপ আঁটতে বাধ্য করে সেগুলির দিকে লক্ষ্য রাখলেই বর্তমান রাজনীতির মূল ব্যাধির হদিশ পাওয়া যেতে পারে।